Ridge Bangla

ইতিহাসে প্রথম ১০ ব্যাটার রিটায়ার্ড আউট, ১৫ ব্যাটার শূন্যতেই শেষ!

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ব্যাংককে মুখোমুখি হয় সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের নারী দল। আর এই ম্যাচে ঘটে যায় এক অনন্য ও ব্যতিক্রমধর্মী ঘটনা। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে দেখা গেছে ১০ ব্যাটারের ‘রিটায়ার্ড আউট’ হওয়া এবং ১৫ জন ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার নজির।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক এষা ওজা। তিনি এবং উইকেটকিপার-ব্যাটার তীর্থা সতিশ মিলে দলকে এনে দেন শক্ত ভিত। দু’জনের জুটিতে ১৫.৫ ওভারে স্কোরবোর্ডে ওঠে ১৯২ রান। এরপর ১৬তম ওভারের শেষ বলে এষা ওজা নিজেকে ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করেন। এ সময় তিনি ছিলেন ৫৫ বলে ১১৩ রানে অপরাজিত, যার মধ্যে ছিল ১৪টি চার এবং ৫টি ছক্কা।

একই সঙ্গে তীর্থা সতিশও ‘রিটায়ার্ড আউট’ হয়ে মাঠ ছাড়েন। তিনি করেন ৪২ বলে ৭৪ রান, ১১টি চারের সাহায্যে। এরপর আসে সবচেয়ে ব্যতিক্রমী দৃশ্য—আমিরাতের বাকি আট ব্যাটার কেউই কোনো বল না খেলেই পরপর ‘রিটায়ার্ড আউট’ হয়ে যান। শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান ১১ নম্বর ব্যাটার কেজিহ মিরিয়াম সাবিন, যিনি কোনো বল খেলারই সুযোগ পাননি। ফলে মাত্র ১৬ ওভারেই আমিরাতের ইনিংস ১৯২ রানে ‘ঘোষণা’ করা হয়, যদিও আনুষ্ঠানিকভাবে তা ইনিংস ঘোষণা নয়।

এই ব্যাটিংয়ে ১০ উইকেট পতনের পরও প্রতিপক্ষ বোলারদের ঝুলিতে কোনো উইকেট যায়নি।

জবাবে ব্যাট করতে নেমে কাতার গুটিয়ে যায় মাত্র ২৯ রানে। ১১.১ ওভারে অলআউট হয় দলটি। রিজফা বানো এমানুয়েল করেন সর্বোচ্চ ২০ রান (২৯ বলে)। অ্যাঞ্জেলিন মারে করেন ৫ ও শাহরিন বাহাদুর করেন ২ রান। বাকি সাতজন ব্যাটার শূন্য রানে আউট হন।

আমিরাতের পক্ষে মিশেল বোথা নেন ৩ উইকেট ১১ রানে, কেটি থমসন নেন ২ উইকেট ৬ রানে। এষা ও বৈষ্ণবী মহেশ নেন ১টি করে উইকেট মাত্র ১ রানে, ইন্দুজা নন্দকুমার নেন ১ উইকেট কোনো রান না দিয়ে এবং হিনা হোচন্দানি ৯ রানে নেন ১ উইকেট।

আরো পড়ুন