রাশিয়ার সাথে যুদ্ধের কারণে ইউক্রেন থেকে পালিয়ে আসা শরণার্থীদের প্রতি পোল্যান্ডে জনমত ক্রমেই বদলে যাচ্ছে। দেশটিতে বসবাসরত ইউক্রেনীয় নাগরিক সভিতলানা জানান, তার মেয়ে একসময় পোল্যান্ডের স্কুলে যেতে পছন্দ করলেও, এখন সেখানে বৈষম্যের শিকার হচ্ছে। সম্প্রতি এক সহপাঠী তাকে বলেছে, “ইউক্রেনে ফিরে যাও”, এরপর স্কুলের অন্যান্য শিক্ষার্থী তাকে মিসাইল হামলার ভান করে নিয়ে মজা করে। এই ঘটনায় মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে, কারণ কয়েকদিন আগেই সভিতলানার নিজ শহরে রাশিয়ার হামলায় বহু মানুষ নিহত হয়েছিল।
সভিতলানা বলেন, শুধু তার পরিবার নয়, পোল্যান্ডে থাকা অনেক ইউক্রেনীয় নাগরিক এখন স্কুল, গণপরিবহন ও অনলাইন প্ল্যাটফর্মে হেনস্তার শিকার হচ্ছেন। এক সাম্প্রতিক জরিপে দেখা যায়, বর্তমানে মাত্র ৫০% পোলিশ নাগরিক ইউক্রেনীয় শরণার্থীদের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন, যেখানে ২০২২ সালে এই হার ছিল ৮১%।
বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে কিছু প্রার্থীর প্রকাশ্য ইউক্রেনবিরোধী বক্তব্য, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়ান ভাষায় ছড়ানো বিভ্রান্তিকর তথ্য পোল্যান্ডে ইউক্রেন-বিরোধী মনোভাবকে আরও উসকে দিচ্ছে।
এ ধরনের তথ্য অপপ্রচারে ইউক্রেনীয়দের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে, তারা পোল্যান্ডের অর্থনৈতিক সম্পদ অপচয় করছে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি শুধু সামাজিক বিভক্তিই বাড়াবে না, আগামী নির্বাচনের ফলাফলেও এর প্রভাব পড়তে পারে।