ইউক্রেনে আবারও ভয়াবহ রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোন ও মিসাইল হামলায় একদিনেই অন্তত ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে “ভয়াবহ ও নির্মম” আখ্যা দিয়ে বলেন, “এটি বিশ্ব বিবেকের জন্য একটি পরীক্ষা।” তিনি রাশিয়াকে নিবৃত্ত করতে মিত্র দেশগুলোর প্রতি আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।
শনিবার রাতে শুরু হওয়া এই হামলা ইউক্রেনের ৩০টিরও বেশি শহর ও গ্রামে আঘাত হানে। ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়া থেকে ৩৬৭টি বিভিন্ন ধরনের মিসাইল ও ড্রোন ছোড়া হয়, যার মধ্যে তারা ৪৫টি ক্রুজ মিসাইল এবং ২৬৬টি ড্রোন ভূপাতিত করেছে।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের ১১০টি ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে মস্কো ও ক্রিমিয়ায় পাঠানো ড্রোনও রয়েছে। রাশিয়ার তুলা অঞ্চলে একটি ড্রোনের ধ্বংসাবশেষ আবাসিক ভবনের উঠানে পড়ে জানালার কাঁচ ভেঙে দেয়।
এদিকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব এখনো রাশিয়া গ্রহণ করেনি। তবে চলমান কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে বন্দি বিনিময় কার্যক্রম অব্যাহত রয়েছে। শুক্রবার ও শনিবার, দুই দফায় প্রায় ৭০০ বন্দি মুক্তি পেয়েছেন, যা ১,০০০ জন বন্দি বিনিময়ের সমঝোতার অংশ।