ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালুরুতে সংসার ভেঙে যাওয়ার জের ধরে ঘটককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, আট মাস আগে ঘটক সুলেমানের মাধ্যমে মুস্তফা নামের এক যুবকের বিয়ে হয় শাহিনাজ নামের এক নারীর সঙ্গে। তবে বিয়ের কিছুদিন পর থেকেই তাদের সম্পর্কে তিক্ততা দেখা দেয় এবং শাহিনাজ ফিরে যান তার পিতা-মাতার কাছে। এ নিয়ে মুস্তফা ও ঘটক সুলেমানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার মুস্তফা ফোন করে সুলেমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি সমাধানে সুলেমান তার দুই ছেলে রিয়াব ও সিয়াবকে সঙ্গে নিয়ে মুস্তফার বাড়িতে যান। তিনি ছেলেদের বাইরে রেখে ঘরে মুস্তফার সঙ্গে কথা বলেন। তবে আলোচনা ব্যর্থ হয়। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় মুস্তফা বাইরে এসে হুমকি দিতে থাকেন এবং একপর্যায়ে সুলেমানের ঘাড়ে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই সুলেমানের মৃত্যু হয়। পুলিশ অভিযুক্ত মুস্তফাকে আটকের চেষ্টা করছে এবং ঘটনার তদন্ত চলছে।