Ridge Bangla

স্বামীর পুরুষাঙ্গ কেটে মটরশুটির ঝোল রান্না, স্ত্রী গ্রেফতার!

ব্রাজিলের পশ্চিমাঞ্চলের অ্যাকারল্যান্ডিয়া শহরে ঘটে গেছে এক ভয়াবহ ও রোমহর্ষক ঘটনা। স্থানীয় পুলিশ একজন নারীকে গ্রেপ্তার করেছে, যিনি তার স্বামীর যৌনাঙ্গ কেটে সেটি মটরের ঝোলে রান্না করে খাওয়ার অভিযোগে অভিযুক্ত।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, স্বামী পর্নোগ্রাফি দেখছিলেন—এই অভিযোগে রাগ ও ঈর্ষাবশত স্ত্রী তাকে প্রথমে হত্যা করেন। পরে তার যৌনাঙ্গ কেটে একটি মটরের ঝোল রান্না করেন এবং তা খেয়ে ফেলেন বলে ধারণা করছে তদন্তকারী দল।

পুলিশ জানায়, নিহত স্বামীর বয়স আনুমানিক ৩৭ বছর। যদিও তার স্থানীয়ভাবে পরিচয় জানা গেছে, অভিযুক্ত স্ত্রীর পরিচয় নিরাপত্তার স্বার্থে গোপন রাখা হয়েছে। স্ত্রীর পরিবারের সদস্যরা নিখোঁজ অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে বাড়ির পাশ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়, যার যৌনাঙ্গ অনুপস্থিত ছিল।

জিজ্ঞাসাবাদে স্ত্রী নিজের অপরাধ স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এখনও নিশ্চিত হওয়া যায়নি যে ওই মটরের ঝোল তিনি একাই খেয়েছিলেন, নাকি অন্য কেউ না জেনে খেয়েছেন।

এই ঘটনা ব্রাজিলে আগেও সংঘটিত আরেক জঘন্য অপরাধের স্মৃতি মনে করিয়ে দিয়েছে—যেখানে এক বৃদ্ধ পুরুষ এক ব্যক্তির হৃদপিণ্ড ও যৌনাঙ্গ কেটে খাওয়ার কথা স্বীকার করেছিলেন।

আরো পড়ুন