Ridge Bangla

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৩

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের শোপিয়ান জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) ‘অপারেশন কিলার’ নামে সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এই গোলাগুলির ঘটনা ঘটে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অঞ্চলটি এখনো উত্তপ্ত রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রথমে কুলগাম জেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, পরে তা ছড়িয়ে পড়ে শোপিয়ানের একটি বনাঞ্চলে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনা ও আধা-সামরিক বাহিনী অভিযান চালিয়ে সন্ত্রাসীদের ঘেরাও করে। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে বন্দুকযুদ্ধ, যেখানে তিনজন নিহত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে ভারতীয় সেনাবাহিনী জানায়, “১৩ মে ২০২৫, শোপিয়ানের শোকাল কেলার এলাকায় রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয়। সন্ত্রাসীরা গুলি চালালে পাল্টা গুলিতে তিনজন নিহত হয়। অভিযান এখনো চলছে।”

এদিকে, আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি, এটি কেবল স্থগিত রয়েছে।” তিনি আরও বলেন, “পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী প্রতিশ্রুতি কার্যকর না হলে অভিযান আবারও শুরু হবে।”

প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানকে দায়ী করে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায়। এর ঠিক পরদিনই শোপিয়ানে আবারও এ গোলাগুলির ঘটনা ঘটে।

আরো পড়ুন