Ridge Bangla

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে কে কখন, কার মুখোমুখি হচ্ছে

ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আয়োজন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের জন্য চারটি দল চূড়ান্ত হয়েছে। দল চারটি হলো: বার্সেলোনা, পিএসজি, আর্সেনাল ও জুভেন্টাস।

কোন দল কাদের বিরুদ্ধে লড়বে, এরই মধ্যে তা নির্ধারণ হয়ে গেছে। চ্যাম্পিয়নস লিগের শিডিউল অনুযায়ী, এ মাসের ২৯ ও ৩০ এপ্রিল প্রথম লেগে লড়বে এই চার দল। ২৯ তারিখ আর্সেনালের মাঠ এমিরেটসে ইংলিশ ক্লাব আর্সেনালের প্রতিপক্ষ ফরাসি ক্লাব পিএসজি। পরের দিন বার্সেলোনার হোম গ্রাউন্ড অলিম্পিক স্টেডিয়ামে স্পেনের পরাশক্তি বার্সেলোনা খেলবে ইতালির ইন্টার মিলানের বিপক্ষে।

সেমিফাইনালের দ্বিতীয় লেগ হবে মে মাসের ৬ ও ৭ তারিখে। ৬ মে সান সিরোতে বার্সাকে আতিথেয়তা দেবে ইন্টার। একদিন পর, ৭ মে প্যারিসে পিএসজির মাঠে খেলতে যাবে আর্সেনাল। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

আরো পড়ুন