Ridge Bangla

কারিনার সন্তানের বাবা কে? হৃতিক রোশনের নাম ঘিরে গুঞ্জন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে এক পুরনো গুজব, যা নিয়ে নতুন করে আলোচনার ঝড় বইছে।

কারিনার ছোটবেলার এক বিতর্কিত ঘটনা নিয়ে বলিউড পাড়ায় বহুদিন ধরেই কানাঘুষো চলে আসছে। রটনা রয়েছে, কৈশোরে অন্তঃসত্ত্বা হয়েছিলেন কারিনা। তবে সন্তানের বাবা হিসেবে কার নাম উঠে এসেছে? হৃত্বিক রোশনের নামের সঙ্গে কারিনার ঘনিষ্ঠ সম্পর্ককে কেন্দ্র করে এই গুঞ্জন ছড়িয়েছে।

কারিনা কাপুর ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা রণধীর কাপুর ও মা ববিতার দাম্পত্য সম্পর্ক ততটা ভালো ছিল না। ববিতা কাপুর দুই মেয়েকে নিয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নেন। কারিনাকে প্রথম যমুনাবাই নার্সিং স্কুলে ভর্তি করা হলেও পরে তাকে পাঠানো হয় দেরাদুনের ওয়েলহাম গার্লস স্কুলে, যেখানে দীর্ঘদিন পড়াশোনা করেন।

গুঞ্জনের খবর অনুযায়ী, ওই স্কুলে নবম শ্রেণির সময়কার একপর্যায়ে কারিনা আচমকাই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর। এই সময়ে সন্তানের বাবার নাম হিসেবে উঠে আসে হৃত্বিক রোশনের নাম, যিনি বলিউডে তার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী হিসেবে পরিচিত।

তবে এই গুজবের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং কারিনাও এ নিয়ে কখনো মুখ খোলেননি। বলিউডের এই পুরনো গুজব ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও, তার ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আলোচনা এড়িয়ে চলাই শ্রেয়।

আরো পড়ুন