Ridge Bangla

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ সাগরিকা

চলমান নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে একের পর এক বিতর্কিত ঘটনা ঘটে চলেছে, যার মধ্যে সর্বশেষ আলোচিত ঘটনা বাংলাদেশের তারকা স্ট্রাইকার মোসাম্মৎ সাগরিকাকে ঘিরে। নেপালের বিপক্ষে হ্যাটট্রিক করা ম্যাচেই লাল কার্ড দেখে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সাগরিকা। একইসঙ্গে তাকে ৫০০ ডলার জরিমানা করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

ফলে ভুটানের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচে সাগরিকাকে পায়নি বাংলাদেশ দল। যদিও লাল কার্ডের কারণে সাধারণত একজন ফুটবলার মাত্র এক ম্যাচ নিষিদ্ধ হয়ে থাকেন, সাগরিকার ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা অনেকের কাছেই অযৌক্তিক ও অতিরিক্ত কঠোর শাস্তি হিসেবে মনে হয়েছে।

সাফের এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং দেশের ফুটবল অঙ্গন। তবে আপিল না করলেও সাগরিকার জরিমানার অর্থ বাফুফে থেকেই পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে।

ঘটনাটি ঘটেছিল নেপালের বিপক্ষে ম্যাচের ৫৪ মিনিটে। নেপালের ডিফেন্ডার সিমরান প্রথমে সাগরিকাকে আঘাত করেন, এরপর দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। অনেকের মতে, যেহেতু ঘটনার সূত্রপাত নেপালি খেলোয়াড়ের পক্ষ থেকে, তাই তাকে বেশি শাস্তি পাওয়া উচিত ছিল। কিন্তু সাফ কর্তৃপক্ষ দুই খেলোয়াড়কেই সমান তিন ম্যাচ নিষেধাজ্ঞা দিয়েছে।

আগামী ২১ জুলাই নেপালের বিপক্ষে ম্যাচে সাগরিকা আবারও দলে ফিরবেন। তবে এ সিদ্ধান্তে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আরও একটি বিতর্কের জন্ম দিল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন