Ridge Bangla

মোহাম্মদপুরে পুলিশের অভিযান, ছিনতাই-মাদকের সঙ্গে জড়িত ৩৫ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (১৪ জুলাই) দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (১৫ জুলাই) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে ১২ জন মাদক কারবারি, ১৬ জন ছিনতাইকারী, ২ জন নারী নির্যাতনকারী এবং ৫ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। অভিযানে তাদের কাছ থেকে ১৫টি ইয়াবা ও ৭৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, অপরাধ দমনে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরো পড়ুন