নরসিংদী জেলা জজ আদালতে লোডশেডিংয়ের সুযোগে পালিয়ে গেছেন চুরি মামলার এক সন্দেহভাজন আসামি। সোমবার (১৪ জুলাই) দুপুরে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে বিচারক রুবায়েত আক্তার শিফার আদালতে শুনানিকালীন হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট হয়। এ সময় আদালত কক্ষে কিছু সময়ের জন্য অন্ধকার নেমে এলে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা রিয়াজুল ইসলাম হৃদয় (২৫) চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া রিয়াজুলকে গত ৭ জুলাই একটি অটোরিকশা চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। মামলাটি তখনো তদন্তাধীন ছিল।
আসামি পালানোর পরপরই আদালত চত্বর ও আশপাশে তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও অভিযানে নামে। সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে আসামিকে গ্রেপ্তারে জোর তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক সাইরুল ইসলাম। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
এই ঘটনায় আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। লোডশেডিংয়ের সময় বিকল্প আলোর ব্যবস্থা না থাকা এবং নিরাপত্তা জোরদার না করার ফলে এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন অনেকে। একাধিক আইন বিশেষজ্ঞ মনে করছেন, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আদালত ভবনের নিরাপত্তা ও জরুরি বিদ্যুৎব্যবস্থা আরও মজবুত করা জরুরি হয়ে পড়েছে।