Ridge Bangla

আদালতে আত্মসমর্পণের পর হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার (১৩ জুলাই) ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল জানান, এর আগে ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান অপু বিশ্বাস। হাইকোর্টের নির্দেশনায় নির্ধারিত সময়ের মধ্যে তিনি বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন। এ বিষয়ে রোববার শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা করলেও উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।

মামলার প্রসঙ্গে জানা গেছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাটারা থানার সামনে অবস্থান করছিলেন আন্দোলনকারীরা। এসময় তাদের ওপর গুলি চালানো হয়। এতে এনামুল হক নামের একজন শিক্ষার্থীর পায়ে গুলি লাগে এবং তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে তিনি ঢাকার সিএমএম আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০০–৪০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি ভাটারা থানায় এজাহার হিসেবে লিপিবদ্ধ করা হয়।

এ মামলায় ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে আছেন অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, জায়েদ খানসহ আরও অনেকে। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেন এবং ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন প্রদান করেন।

এর আগে এই মামলায় গত ১৮ মে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে পরদিন জেলহাজতে পাঠানো হয় এবং ২০ মে তিনি জামিন পান।

আরো পড়ুন