ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির উপজেলা কাউন্সিলের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের ওপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা হামলা চালিয়েছে। শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে বালিয়াডাঙ্গী সমীর উদ্দিন কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এতে তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করা হয় এবং কয়েকজন নেতাকর্মী আহত হন।
সূত্রে জানা গেছে, দিনভর ভোটগ্রহণের পর ফলাফল প্রকাশ নিয়ে টানাপড়েন শুরু হয়। ফলাফল প্রকাশের দাবিতে স্থানীয় নেতাকর্মীরা প্রায় তিন ঘণ্টা মির্জা ফয়সালসহ জেলা নেতাদের মাঠে অবরুদ্ধ করে রাখেন। রাত ৯টার দিকে তিনি ফল ঘোষণা করেন। তখন গাড়িতে উঠতে গেলে বিক্ষুব্ধদের একটি অংশ তার ওপর চেয়ারের আঘাত ও বাঁশ নিক্ষেপ করে। তারা তার গাড়িটিও লক্ষ্য করে হামলা চালায়।
ভিডিও ফুটেজে দেখা গেছে, মির্জা ফয়সালকে লক্ষ্য করে উপর্যুপরি চেয়ার ছোড়া হচ্ছে। তার সহকর্মীদের সহায়তায় তিনি সুরক্ষিত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন। গাড়ির মালিক ও তার সফরসঙ্গী মো. রাশেদ বলেন, “সবকিছু শান্তিপূর্ণ ছিল। ভাইয়া গাড়িতে উঠতেই হঠাৎ হামলা হয়। আমার গাড়িটিও ভাঙচুর করা হয়েছে।”
ঘটনার পরপরই পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, “ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি। তদন্ত চলছে।” বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, “হামলাকারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
এই ঘটনায় স্থানীয়ভাবে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপির নেতারা একে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন।