নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক প্রকৌশলী মেহেদী হাসান সোহেল। সভাপতিত্ব করেন ৭ নম্বর আগিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মুকুল। স্বাগত বক্তব্য রাখেন মো. সেলিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক, পূর্বধলা উপজেলা বিএনপি।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন:
- অধ্যক্ষ রাবেয়া আলী, সদস্য, বিএনপির নির্বাহী কমিটি
- আলহাজ্ব আবু তাহের তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক, নেত্রকোনা জেলা বিএনপি
- আলহাজ্ব বাবুল আলম তালুকদার, আহ্বায়ক, পূর্বধলা উপজেলা বিএনপি
- আব্দুর রহিম তালুকদার, সদস্য, জেলা বিএনপি
- ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি
- আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল
- জাকিরুল ইসলাম জাকির, প্রচার সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল
- জাকির হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল
- সাজু আহমেদ, সদস্য সচিব, উপজেলা ছাত্রদল
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদ পুনর্মিলনী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।