শুল্ক সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শুক্রবার (১৮ এপ্রিল) ফরেন সার্ভিস ডে উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশ শুল্ক সমস্যার বিষয়ে যেসব পদক্ষেপ নিচ্ছে, সেগুলো যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের জানানো হয়েছে। এই সমস্যা সমাধানে ইতিবাচক আলোচনা হয়েছে।”
একইসঙ্গে মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “এই বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইতোমধ্যে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশের ওপর মিথ্যা দোষ চাপানো হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত ও ভিত্তিহীন।”
পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে আলাপ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, “এ বিষয়ে আলাদাভাবে কিছু বলার নেই। সচিব যেটি বলেছেন, সেটিই সরকারের অবস্থান। আমার পক্ষ থেকে কেবল সৌজন্য সাক্ষাৎ হয়েছে।”