রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র মধ্যস্থতার প্রচেষ্টা থেকে সরে আসতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার (১৮ এপ্রিল) প্যারিসে ইউরোপীয় ও ইউক্রেনীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
রুবিও বলেন, “এটা আমাদের যুদ্ধ নয়। আমরা এটি শুরু করিনি। শান্তি চুক্তির কোন সম্ভাবনা না থাকলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্য অগ্রাধিকারের দিকে মনোযোগ দিতে পারেন। কয়েক দিনের মধ্যেই আমরা এখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারি।”
তার এই বক্তব্য হোয়াইট হাউসের পক্ষ থেকে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত যে তারা ইউক্রেন যুদ্ধ অবসানের কূটনৈতিক প্রচেষ্টার ইতি টানতে প্রস্তুত।
এদিকে ইউক্রেন জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিতর্কিত খনিজ সম্পদ চুক্তি নিয়ে একটি স্মারকলিপি স্বাক্ষর করেছে। তবে এই চুক্তি নিয়ে কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে নতুন টানাপড়েনের আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিলেও ক্রেমলিন তা প্রত্যাখ্যান করে। এছাড়া জেলেনস্কি সম্প্রতি বলেন, “মার্কিন সামরিক সহায়তা কার্যত বন্ধ হয়ে গেছে।”
রুবিওর মন্তব্য অনুযায়ী, যদি শান্তি আলোচনায় অগ্রগতি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টা বন্ধ করে ইউক্রেনকে দেওয়া সহায়তাও পর্যালোচনা করতে পারে। এই অবস্থান কিয়েভের জন্য বড় ধাক্কা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।