প্রথমবারের মতো পাঁচ ম্যাচের সিরিজ খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। আগামী জুনে ভারতে অনুষ্ঠিতব্য নারী কাবাডি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ আয়োজন করা হয়েছে। নেপালকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বিবেচনায় রেখেই বড় লক্ষ্যে মাঠে নামছে লাল-সবুজের মেয়েরা।
দলটি শনিবার কাঠমাণ্ডুর উদ্দেশ্যে রওনা দেবে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২০ এপ্রিল। পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২১, ২২, ২৪ ও ২৫ এপ্রিল।
সিরিজের আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, “নেপালের সঙ্গে আমরা এর আগে এসএ গেমস ও এশিয়ান গেমসে হেরেছি। এবার সিরিজটি আমাদের দুর্বলতা বিশ্লেষণের বড় সুযোগ। প্রস্তুতিতে আমরা সন্তুষ্ট। নতুন খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়বে, যা বিশ্বকাপে কাজে আসবে।”
আরেক কোচ আরদুজ্জামান মুন্সীও সিরিজ নিয়ে আশাবাদী। বিশ্বকাপের আগে ভারতের রাজ্য দলের সঙ্গেও প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ।
নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫ অনুষ্ঠিত হবে ১ থেকে ৮ জুন ভারতের বিহার রাজ্যের রাজগিরে। এবারের আসরে অংশ নেবে ভারত, বাংলাদেশ, ইরান, জাপান, পোল্যান্ড, কেনিয়া, আর্জেন্টিনা, থাইল্যান্ড, নেপাল, উগান্ডা, জার্মানি, চাইনিজ তাইপে, নেদারল্যান্ডস ও জাঞ্জিবার।
নেপাল সফরে বাংলাদেশ নারী কাবাডি দলের পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
বাংলাদেশ নারী কাবাডি দল (নেপাল সফর)
অধিনায়ক: শ্রাবনী মল্লিক
সহ-অধিনায়ক: বৃষ্টি বিশ্বাস
সিনিয়র খেলোয়াড়: রুপালি
অন্যান্য সদস্য: মোছা: স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালি আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, মোছা: ইয়াসমিন খানম, মোছা: ইসরাত জাহান সাদিকা
স্ট্যান্ডবাই: লাকি আক্তার, নবর্শি চাকমা