Ridge Bangla

ঢাকা-চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে রডবাহী একটি ট্রাক উল্টে যাওয়ায় প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে বেলা ১১টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রাক সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

ভোর ৪টার দিকে ট্রাকটি উল্টে পড়ে মহাসড়কের জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত ঢাকাগামী লেনে তীব্র যানজট দেখা দেয়। রডগুলো সড়কে ছড়িয়ে পড়ায় কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, “একটি রডবাহী ট্রাক উল্টে রডগুলো সড়কে ছড়িয়ে পড়ে। এতে ঢাকাগামী লেনে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পরে সকাল ১১টার দিকে সব সরিয়ে ফেললে সড়কে আবার স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়।”

ঘটনাটি সাময়িক দুর্ভোগ সৃষ্টি করলেও পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

আরো পড়ুন