মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (JIM) পরিচালিত একটি অভিযানে ১৬৫ বাংলাদেশিসহ মোট ৫০৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানী কুয়ালালামপুরের একটি বাণিজ্যিক এলাকায় এই অভিযান চালানো হয়।
মালয়েশিয়ার নিউ স্ট্রেট টাইমস জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশির সংখ্যা সর্বাধিক। এছাড়া ১২৪ জন নেপালি এবং ৫৮ জন নারীও আটক হয়েছেন। তবে আটক নারীদের মধ্যে কোনো বাংলাদেশি ছিলেন না।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতো জাকারিয়া বিন শাবান জানিয়েছেন, অভিযানে মোট ৮৯৫ জনের ডকুমেন্টস পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৪৯ জন অভিবাসী ও ১৪৬ জন স্থানীয় ছিলেন। যাচাই শেষে ৫০৬ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। তাদের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে।
আটকদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বৈধ কাগজপত্রের অভাব, ভিসার মেয়াদোত্তীর্ণ, ওয়ার্কিং ভিজিট পাসের অপব্যবহার, এবং ভিসা অনুযায়ী নির্ধারিত এলাকা ছাড়া অন্য স্থানে অবস্থান। উল্লেখ্য, অনেকের কাছে জোহর রাজ্যের জন্য ইস্যুকৃত ওয়ার্কিং ভিসা থাকলেও তারা কুয়ালালামপুরে অবস্থান করছিলেন। বর্তমানে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে বিশেষ অভিযান চলমান রয়েছে। এই অভিযান আরও জোরদার করা হবে বলে ইঙ্গিত দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।