রাশিয়াকে অস্ত্র সহায়তা দেওয়ার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগকে “ভিত্তিহীন” ও “অপ্রমাণিত” বলে প্রত্যাখ্যান করেছে চীন। শুক্রবার (১৮ এপ্রিল) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ মন্তব্য করেন।
তিনি বলেন, “ইউক্রেন সংকটে চীন কখনোই কোনো পক্ষকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেনি। আমাদের অবস্থান পরিষ্কার—আমরা যুদ্ধবিরতি, শান্তিপূর্ণ সমাধান এবং আলোচনার মাধ্যমে সংকট নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ।”
এর একদিন আগে, বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেন যে চীন রাশিয়াকে বারুদ ও আর্টিলারিসহ অস্ত্র সরবরাহ করছে এবং এমনকি চীনা প্রতিনিধিরা রাশিয়ার ভূখণ্ডে অস্ত্র উৎপাদনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। তিনি আরও জানান, ইউক্রেনের কাছে চীনের সহায়তার বিষয়ে তথ্য রয়েছে এবং আগামী সপ্তাহে তা প্রকাশ করা হবে।
চীন বরাবরই ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ অবস্থান নেওয়ার দাবি করে আসছে। তবে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র বারবার চীনের ওপর চাপ দিয়ে আসছে যেন তারা রাশিয়াকে কোনো সামরিক সহায়তা না দেয়।
চীনের এই প্রত্যাখ্যান এবং ইউক্রেনের পাল্টা অভিযোগ নতুন করে কূটনৈতিক টানাপোড়েন বাড়াতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।