মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে গুম ও খুনের শিকার হওয়া পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ছিল না, তারা ছিল একটি মাফিয়া চক্র। তাদের আর কোনো দিন রাজনৈতিকভাবে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনাসহ আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।”
গুম ও খুনের প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, “আওয়ামী লীগের অবৈধ শাসনামলে বিরোধী মত দমনে বিশেষ টিম গঠন করা হয়েছিল। এসব টিমের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ ও র্যাবকে ব্যবহার করে ভিন্নমতের মানুষদের গুম ও খুন করা হতো।”
তিনি বলেন, “ডিজিএফআই-এর আয়নাঘর নামে পরিচিত গোপন নির্যাতন কক্ষের অস্তিত্ব দেশের বিভিন্ন স্থানে পাওয়া গেছে। বিরোধী মতাবলম্বী বহু মানুষকে গুম করে ভারতের কারাগারে পাচার করা হয়েছে। এ পর্যন্ত গুমের নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান না থাকলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে।”
তথ্য উপদেষ্টা আরও বলেন, “বিএনপি, জামায়াতসহ ভিন্ন মতাদর্শের মানুষের ওপর যেভাবে হত্যা, গুম, নির্যাতন চালানো হয়েছে, তা ছিল আওয়ামী ফ্যাসিস্ট শাসনের এক যুগান্তকারী নিদর্শন। হাজার হাজার গুম ও হত্যাকাণ্ডই ছিল তাদের নিষ্ঠুরতা ও পাশবিকতার প্রমাণ।”