Ridge Bangla

মংলায় নতুন অর্থনৈতিক অঞ্চল গড়তে চায় চীন

মংলা বন্দর

মংলায় একটি নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে চীন। বাংলাদেশ সরকার সম্মতি দিলে সেখানে বিনিয়োগ করতে চায় তারা।

রবিবার (৩০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

চীনের ২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, “এই অঙ্কটি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি এবং ব্যতিক্রমধর্মী। এ অর্থ বিনিয়োগে আগ্রহী ৩০টি চীনা কোম্পানি।

তিনি আরও জানান, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনার ভিত্তিতেই এই বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে। আনুমানিক ৮০০ একর জমির ওপর গড়ে উঠছে এই শিল্পাঞ্চল। যদিও ২০২২ সালের পর প্রকল্পটির অগ্রগতি স্থবির ছিল, তবে গত তিন মাসে এটি আবার গতিশীল হয়েছে।

সরকার ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে এবং নির্মাণকাজ শুরুর প্রস্তুতি চলছে। এতে বিনিয়োগকারীরা আত্মবিশ্বাসী হয়েছেন যে এই বছরের মধ্যেই নির্মাণকাজ শুরু হবে,” বলেন আশিক চৌধুরী।

তিনি আরও জানান, গত আগস্ট থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ে ৩৪টি চীনা কোম্পানি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-তে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এই প্রতিশ্রুত অর্থের পরিমাণ প্রায় ১৬০ মিলিয়ন ডলার।

আরো পড়ুন