Ridge Bangla

ফেনীর লেমুয়া ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত, আহত দুজন

সড়ক দুর্ঘটনা

ঈদের দিন সোমবার (৩১ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া ব্রিজ সংলগ্ন জনপথ বিভাগের রেস্ট হাউজের সামনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে।

ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী সাকিবুল হাসান (২৪)। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হন।

নিহত সাকিবুল হাসান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের মোহাম্মদ আলমের ছেলে। আহত দুজন হলেন চৌদ্দগ্রামের ছাতিয়ানি গ্রামের ইউসুফের ছেলে রায়হান (২২) এবং একই গ্রামের বেলালের ছেলে শাকিল আহমেদ (২৩)।

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

আরো পড়ুন