ঈদের দিন, সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটে। সৌদিয়া পরিবহনের একটি বাস ও একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন।
এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত নয়জন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আধার মানিক এলাকার মো. আলমের ছেলে রিফাত হোসেন (১৯), সোনা মিয়ার ছেলে আরাফাত হোসেন (২১), একই ইউনিয়নের চকোরিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম উদ্দিন (২৫), আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি মৌলভী পাড়ার আমির হোসেনের ছেলে জিসান হোসেন (২২), এবং সাতকানিয়া উপজেলার ডেলিপাড়া এলাকার মো. সাত্তারের ছেলে মো. সিদ্দিক (২০)।
আহতদের মধ্যে রয়েছেন সাজ্জাদ হোসেন, আসিফ তালুকদার, সোহান তারিফ ও সাইফুল ইসলাম। তারা কক্সবাজারের টেকনাফ কোটবাজার এলাকার ব্যবসায়ী ও কর্মচারী। জানা গেছে, ব্যবসা শেষে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে তারা মিনি বাস ভাড়া করে বাড়ি ফিরছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে।