ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্যমেলার মাঠে সোমবার ঈদুল ফিতরের নামাজের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেখানে ঈদের নামাজ আদায় করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ।
নামাজের সময় ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়ানো অবস্থায় উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ছবি এবং একদিক থেকে ধারণকৃত ভিডিও দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, আসিফ মাহমুদ একটি কাতারে একাই দাঁড়িয়ে আছেন, যা ঘিরে শুরু হয় বিতর্ক ও আলোচনা।
তবে বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান করেছে ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ‘রিউমর স্ক্যানার’। তারা নামাজের একটি লাইভ ভিডিও বিশ্লেষণ করে দেখেছে, উপদেষ্টা আসিফ শুরুতে অন্য মুসল্লিদের সঙ্গে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম সাহেব সবাইকে নামাজের জন্য দাঁড়াতে বলেন। এ সময় বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল-আযহারী, ইমামের ডান পাশে একটু পেছনে অবস্থান নেন। এরপর মাইকে জানানো হয়, প্রথম কাতার থেকে কেউ একজন যেন ইমামের বাম পাশে একটু পেছনে এসে দাঁড়ান।
পরিস্থিতি অনুযায়ী, কয়েকজনের পরামর্শে উপদেষ্টা আসিফ সামনে এসে দাঁড়ান।
রিউমর স্ক্যানারের বিশ্লেষণে নিশ্চিত করা হয়েছে যে, আসিফ মাহমুদ নিজে থেকে ওই জায়গায় দাঁড়াননি। ইমামের নির্দেশ ও প্রশাসনের অনুরোধে তিনি সেখানে দাঁড়ান।
এ বিষয়ে জানতে চাইলে বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল-আযহারী বলেন, “ইমামের এক পাশে বিকল্প ইমাম দাঁড়ান, অন্য পাশে কাউকে দাঁড়াতে হয়। পেছনের কাতারে জায়গা না থাকায় সামনে একজনকে এগিয়ে আসতে বলা হয়। তখন প্রশাসনের একজন কর্মকর্তা উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করেন, তিনি সম্মান জানিয়ে সামনে এসে দাঁড়ান।“