Ridge Bangla

ঝালকাঠিতে পাঁচ শতাধিক মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত

ঝালকাঠিতে পাঁচ শতাধিক মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝালকাঠির পাঁচ শতাধিক ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। জেলা হিসেবে এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও বৈচিত্র্যময় এক আয়োজন।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টায় ঝালকাঠির প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে। এখানে ইমামতি করেন মুফতি গাজী মাওলানা শহিদুল ইসলাম। একই মসজিদে সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মাওলানা মো. মোক্তার হোসেন।

প্রথম জামাতে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ এখানে ঈদের নামাজে অংশ নেন। এর পাশাপাশি নেছারাবাদ মাদরাসা, পুলিশ লাইন, উপজেলা পরিষদসহ জেলার পাঁচ শতাধিক জামে মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন