ময়মনসিংহ শহর থেকে অটোরিকশাযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন ৯০ বছর বয়সী কুলছুমা বেগম। গৌরীপুর রোডে অটোরিকশায় তার সঙ্গে ছিলেন মেয়ে, জামাইসহ আরও চার নাতনি। পথে গৌরীপুর উপজেলার চন্দ্রপুর ও সদর উপজেলার সাহেব কাচারীর মধ্যবর্তী ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে হঠাৎ পেছন থেকে একটি দ্রুতগতির বাস অটোরিকশাটিকে চাপা দেয়।
গত রোববার (৩০ মার্চ) সকাল ৭টার দিকে গৌরীপুর উপজেলার চন্দ্রপাড়া ও সদর উপজেলার সাহেব কাচারী-সংলগ্ন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে মা, মেয়ে ও দুই নাতনিসহ এক পরিবারের চারজন নিহত হন। এ ঘটনায় আহত মিহী (১৬) ও শ্যামলী (২০) নামের আরও দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনজনদের হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিহতদের স্বজনরা।