রোববার (৩০ মার্চ) দুপুর দুইটায় সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ ও প্রশাসন শাহী ঈদগাহ পরিদর্শন করেন। এ সময় জামাত এবং ঈদগাহের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন সিসিকের প্রশাসক বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম।
এ সময় তারা বলেন, শাহী ঈদগাহে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। দুই প্রবেশ পথে তল্লাশি করা হবে এবং আশপাশ এলাকার সড়কে একাধিক চেক পোস্ট থাকবে। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকেও থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। স্থাপন করা হয়েছে দুটি ওয়াচ টাওয়ার।
সিলেটের প্রধান ঈদগাহটিতে এবার ঈদুল ফিতরের নামাজের জামায়াত ঈদের দিন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জামায়াতে ইমামতি করবেন সিলেট মহানগরের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খান।
ঈদগাহের নিরাপত্তা রক্ষায় কাজ করছে র্যাব-৯। এছাড়াও, আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিট নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।