রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুরে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন ১৯টি পরিবার। রবিবার সকাল ৮টা ৩০ মিনিটে কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন স্থানীয় ইমাম রহিম গাজী। ঈদের নামাজে উপস্থিত ছিলেন মোট ১৯ জন মুসল্লি, যার মধ্যে ১৬ জন পুরুষ এবং ৩ জন নারী।
এ বছর প্রথমবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেছেন তারা। আগে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ঈদের জামাতে অংশগ্রহণ করতেন। তবে এবারের অভিজ্ঞতা তাদের জন্য ছিল বেশ ইতিবাচক। এক মুসল্লি বলেন, “নামাজ আদায়ের পর আগের মতোই ভালো লাগলো।”
ইমাম রহিম গাজী বলেন, “মানুষ মনে করে, সৌদি আরবে ঈদ হলে আমাদের এখানেও ঈদ করতে হবে। আসলে ব্যাপারটা তেমন নয়। চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য ওঠে না; এটি সারা পৃথিবীর জন্য ওঠে। যেদিন চাঁদ দেখা যায়, সেদিন থেকেই রমজান মাস শুরু হয়। পৃথিবীর আকার বড় হওয়ার কারণে বিভিন্ন দেশ থেকে চাঁদ দেখা না যাওয়া আমাদের ব্যর্থতা।“