জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেড.আর.এফ) প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় এবং নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আহ্বায়ক ছিলেন কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার বাবলা, এবং সদস্য সচিব ছিলেন ডা. মোস্তফা আজিজ সুমন। তাদের সহযোগিতায় উপহার বিতরণ করা হয়।
বরিশাল নিবাসী শহীদ মোহাম্মদ জসিম উদ্দিনের পরিবারের সদস্যদের ঈদ উপহার সামগ্রী প্রদান করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর (ফিন্যান্স) অধ্যাপক আবুল হাসনাত মোহা. শামীম বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই ফাউন্ডেশন মেহনতী, অসহায় মানুষের জন্য কাজ করে আসছে। এর ধারাবাহিকতায়, জুলাই-আগস্ট বিপ্লবের সন্তানহারা স্বজনদের পাশে দাঁড়াতে চায় আমাদের প্রতিষ্ঠান। আমরা সীমিত সামর্থ্যে হলেও শহীদ পরিবারের পাশে দাঁড়াতে চাই।” তিনি আরও বলেন, “ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা শহীদ পরিবারের জন্য ঈদ উপহার পৌঁছে দিয়েছি এবং ভবিষ্যতেও ফাউন্ডেশনের সদস্যরা যেকোনো বিপদে মানুষের পাশে দাঁড়াবে।” শহীদ পরিবারের সদস্যরা সংগঠনটির প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।