তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানে এক আমেরিকান নারীকে মুক্তি দিয়েছে, যিনি গত বছরের শুরুতে দুই ব্রিটিশ নাগরিক এবং তাদের আফগান অনুবাদকসহ আটক হন। কাবুলে যুক্তরাষ্ট্রের সাবেক দূত জিলমায় খলিলজাদ এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, “আমেরিকান নাগরিক ফে হল, যাকে তালেবান মুক্তি দিয়েছে, বর্তমানে কাবুলে আমাদের বন্ধু কাতারি সরকারের কাছে রয়েছে। শিগগিরই তিনি বাড়ি ফিরবেন।” ফে হল হলেন জানুয়ারি থেকে তালেবান কর্তৃপক্ষের মুক্তি দেওয়া চতুর্থ আমেরিকান নাগরিক।

হলের মুক্তি এমন সময়ে ঘটলো, যখন আফগানিস্তানে ২ বছর ধরে আটক থাকা আরও এক আমেরিকান, জর্জ গ্লেজম্যান, এই মাসের শুরুতে তালেবান থেকে মুক্তি পেয়ে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন। তালেবান গ্লেজম্যানের মুক্তিকে একটি ‘ইচ্ছার প্রকাশ’ হিসেবে বর্ণনা করেছে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘পারস্পরিক সম্মান এবং স্বার্থের ভিত্তিতে’ সম্পর্ক উন্নয়নের জন্য তাদের আগ্রহের প্রতিফলন।
আমেরিকান বন্দিদের মুক্তি দেওয়ার বিষয়টি তালেবান তাদের বৈশ্বিক ‘স্বাভাবিকীকরণ’ প্রচেষ্টার অংশ হিসেবে দেখছে, যদিও এখনও কোনো দেশ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।