Ridge Bangla

গাজায় হামলার মধ্যেও ঈদ উদযাপন করছেন ফিলিস্তিনিরা

গাজা, ফিলিস্তিন

ফিলিস্তিনী সাংবাদিক এবং গাজার প্রাক্তন বাসিন্দা মানসুর শৌমান আল জাজিরাকে বলেছেন, যদিও ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে, তবুও অনেক ফিলিস্তিনি ঈদুল ফিতরের নামাজ মসজিদে আদায় করতে যাবেন। তিনি বলেন, “যেমনটা আপনি সকালে দেখেছেন, যেখানে সম্ভব সেখানে ভাই-বোন, মা-বাবা, দাদা-দাদি ও শিশুরা সেখানে যাবে, এবং নিশ্চিত করবে যে গাজায় ঐতিহাসিকভাবে শক্তিশালী পরিবার কাঠামো এবং সামাজিক বন্ধন অক্ষুণ্ণ থাকবে।”

শৌমান আরও বলেন, গাজায় প্রবীণদের প্রতি অনেক সম্মান রয়েছে। তারা পরিবারের সদস্যদের মধ্যে যেকোনো বিরোধ বা ঝগড়া সমাধান করে এবং ঈদে পরিবারের ঐক্য বজায় রাখার চেষ্টা করেন। তিনি বলেন, গাজার অভ্যন্তরে অর্থসংকট এবং দুর্দশার মানে “দুঃখজনকভাবে, এই প্রজন্মের শিশুরা … তাদের বড় ভাই-বোনদের মতো দীর্ঘদিন ধরে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে না।”

আরো পড়ুন