Ridge Bangla

সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা

আহমেদ আল-শারা

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছেন, যেখানে ২৩ জন মন্ত্রী নিয়োগ করা হয়েছে। নতুন সরকারের মন্ত্রীসভায় আলাওয়িত সম্প্রদায়ের ইয়ারুব বদরকে পরিবহন মন্ত্রী এবং দ্রূজ সম্প্রদায়ের আমগাদ বদরকে কৃষি মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকার গঠনের পর আল-শারা বলেন, “নতুন সরকারের গঠন আজ আমাদের যৌথ প্রচেষ্টার ঘোষণা, যা একটি নতুন রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে কাজ করবে।” তবে, নতুন সরকারে কোনো প্রধানমন্ত্রী থাকছে না। আল-শারা নিজেই নির্বাহী নেতৃত্ব দেবেন। আল জাজিরা রিপোর্ট থেকে জানা যায়, আল-শারা ‘সিরিয়ায় সরকারের বৈচিত্র্য প্রতিফলিত করার চেষ্টা করছেন’।

পশ্চিমা দেশ এবং আরব দেশগুলো সিরিয়ার নতুন সরকারকে দেশের বিভিন্ন জাতিগত এবং ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী হিসেবে গঠন করার জন্য চাপ সৃষ্টি করেছিল। এই চাপ আরও বাড়ে যখন সিরিয়ার পশ্চিম উপকূলে আলাওয়িত সম্প্রদায়ের শতাধিক নাগরিক হত্যার ঘটনা ঘটে।

হিন্দ কাবাওয়াত
হিন্দ কাবাওয়াত; Image source: Khalil Ashawi/Reuters

এছাড়া, সিরিয়ার খ্রিষ্টান সংখ্যালঘু এবং দীর্ঘকালীন আল-আসাদ বিরোধী নেত্রী হিন্দ কাবাওয়াতকে সমাজকল্যাণ ও শ্রম মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রথমবারের মতো মহিলা মন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। মুহাম্মদ ইয়োসর বার্নিয়েহকে অর্থ মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছে। মুরহাফ আবু কাসরা এবং আসাদ আল-শিবানি, যারা আগের কেয়ারটেকার ক্যাবিনেটের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রী ছিলেন, তাদের পুনরায় মন্ত্রিত্ব দেয়া হয়েছে।

আরো পড়ুন