Ridge Bangla

আজ ঈদের নামাজ আদায় করবে বরিশালের বিশ হাজার পরিবার

বরিশালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ (৩০ মার্চ) রবিবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহছুফি দরবার শরীফের অনুসারীরা।

সকাল সাড়ে ৮টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী হাজীবাড়ি শাহছুফি জাহাগীরিয়া জামে মসজিদে ঈদের প্রধান জামাতের আয়োজন করা হয়েছে। এছাড়াও নগরীর তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, হরিনাফুলিয়া এবং সদর উপজেলার সাহেবের হাট এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এর মধ্যে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরী বাড়ি শাহ মমতাজিয়া জামে মসজিদে সকাল ৯টা ২০ মিনিটে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদ দেখা গেলে তারা তাদের সঙ্গে মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করেন চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহছুফি দরবারের ভক্ত অনুসারীরা।

আরো পড়ুন