গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলে বুধবার রাত ২টার ঠিক আগে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ছিল ৮৩ কিলোমিটার গভীরে। একই সময়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ৬.০ মাত্রার আরও একটি ভূমিকম্পের তথ্য নিশ্চিত করে, যা ফ্রাই শহর থেকে মাত্র ১০ মাইল দক্ষিণে অনুভূত হয়।
এই ভূমিকম্প কেবল গ্রিস নয়, পুরো পূর্ব ভূমধ্যসাগরজুড়েই কম্পন সৃষ্টি করে। এখনো পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় সুনামি সতর্কতা জারি করেছে। উপকূলবর্তী বাসিন্দাদের সমুদ্র থেকে দূরে থাকতে বলা হয়েছে।
একই রাতে মিশরীয় উপকূল থেকেও একটি শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়। দেশটির ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স জানিয়েছে, ৪৩১ কিলোমিটার দূরে ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এখানেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলটি একটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, পরবর্তী আফটারশক হতে পারে বলে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।