ভয়াবহ ভাইরাস বার্ড ফ্লু আবার বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি যশোরের একটি সরকারি মুরগির খামারে এই ভাইরাস শনাক্ত হয়েছে। ২০১৮ সালের পর বার্ড ফ্লু আবারও বাংলাদেশে শনাক্ত হওয়ায় খামারিদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশের প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) এই বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করেন, এই ভাইরাস ছড়িয়ে পড়লে খামারিদের জীবিকা সংকটাপন্ন হতে পারে।

বর্তমানে বাংলাদেশের পোল্ট্রি খাত গভীর সংকটের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে বার্ড ফ্লু ছড়িয়ে পড়লে বাংলাদেশের মুরগির খামারে বিরাট বিপর্যয় দেখা দেবে। এর ফলে সবার প্রোটিন চাহিদা পূরণে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে হবে।