Ridge Bangla

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার বেলপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যানুযায়ী, রেলক্রসিংয়ের ব্যারিকেডের নিচ দিয়ে মোটরসাইকেল নিয়ে পার হওয়ার চেষ্টা করার সময় তারা দুর্ঘটনার শিকার হন।

নিহতরা হলেন নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজারের আবদুর রাজ্জাকের ছেলে মিজানুর রহমান (৩৩), এবং একই এলাকার সোলাইমান ইসলামের ছেলে জহুরুল ইসলাম (৩৫)। এই মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন