Ridge Bangla

স্কুইড গেম খ্যাত অভিনেতার কারাদণ্ড

yeong su

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এ ‘নম্বর ০০১’-এর চরিত্রে অভিনয় করা অভিনেতা ও ইয়েওং-সুয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে ৮০ বছর বয়সী এ অভিনেতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত- এমনটাই জানিয়েছে আনন্দবাজার।

ইয়েওং-সু ২০১৭ সালে এক মহিলাকে যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ। জানা গেছে, দুটি অনুষ্ঠানে সেই নারীকে হেনস্থা করা হয়েছিল। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন।

অভিনয়জীবনে প্রায় পঞ্চাশ বছর ধরে নাট্যমঞ্চ ও চলচ্চিত্রে একের পর এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এই প্রবীণ অভিনেতা। ‘স্কুইড গেম’-এর জনপ্রিয়তা তার আন্তর্জাতিক খ্যাতি আরও বাড়িয়ে দিয়েছিল। তাই এই অভিযোগ প্রকাশ্যে আসার পর তার অনেক অনুরাগী হতবাক হয়ে পড়েছেন। তবে অনেকে আবার প্রশ্ন তুলেছেন- কেন এত বছর পরে এই অভিযোগ সামনে এলো?

ঘটনার পূর্ণ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার ভিত্তিতেই এ রায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত। এখন দেখা যাক, অভিনেতা আপিল করেন কিনা এবং পরবর্তী আইনি প্রক্রিয়া কী হয়।

আরো পড়ুন