Ridge Bangla

ট্রাম্পের পাল্টা শুল্কের পর মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ৫ ট্রিলিয়ন ডলার

ট্রাম্পের পাল্টা শুল্কের পর মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ৫ ট্রিলিয়ন ডলার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় ৭০টি দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন, যাকে রিসিপ্রোক্যাল ট্যারিফ বলা হচ্ছে। এই পদক্ষেপের জবাবে চীন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে। চীনের এই ঘোষণার পর শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো ওয়াল স্ট্রিটে ব্যাপক দরপতন হয়।

মাত্র দুই দিনে মার্কিন শেয়ারবাজার থেকে ৫ ট্রিলিয়ন ডলার, অর্থাৎ পাঁচ লাখ কোটি ডলার, উধাও হয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ঘটনা একটি সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের দিকে ইঙ্গিত দিচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে এবং বৈশ্বিক মন্দার আশঙ্কাকে বাড়িয়ে তুলেছে।

ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ, এসঅ্যান্ডপি-৫০০ এবং নাসডাক কম্পোজিট—এই তিনটি প্রধান সূচক একসাথে ২০২০ সালের পর সবচেয়ে বড় পতনের মুখ দেখেছে।

বিশ্লেষকরা বলছেন, যদি এই পতন আগামী সপ্তাহেও অব্যাহত থাকে, তবে প্রশাসন কোনো বৈঠক ছাড়াই পদক্ষেপ নিতে পারে। বর্তমানে ওয়াল স্ট্রিটে যে অস্থিরতা চলছে, তা সরাসরি সরকারি নীতির প্রতিক্রিয়া।

অনেক বিশ্লেষকের মতে, মার্কিন ইতিহাসে এমন পরিস্থিতি বিরল। এক শতাব্দীর মধ্যে এই প্রথম এত উচ্চমাত্রার শুল্ক আরোপ করা হলো। ফলে ট্রাম্পের এই নীতির কারণে যুক্তরাষ্ট্র বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে।

আরো পড়ুন