আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় এখানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
প্রায় ২২ একর আয়তনের এই ঈদগাহ ময়দানে অবস্থিত ৫২ গম্বুজবিশিষ্ট ঈদগাহ মসজিদ। নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এখানে সমবেত হন। তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ নানান ব্যবস্থা গ্রহণ করে। ওজু, যানবাহন পার্কিং, মেডিকেল টিম, খাবার পানিসহ চারপাশে ১৪৫টি মাইক স্থাপন করা হয়। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয় তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি গম্বুজ ও মিনারে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হয়, যা ঈদগাহের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে।
ঈদগাহের স্থাপত্য ও নির্মাণ
২০১৫ সালে মাঠের পশ্চিম প্রান্তে এই ঈদগাহের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় দেড় বছর পর এটি নামাজের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়। এ ঈদগাহে রয়েছে ৫২টি গম্বুজ এবং দুই ধারে ৬০ ফুট উচ্চতার দুটি মিনার। এর মধ্যে দুটি মিনার ৫০ ফুট করে এবং প্রধান মিনারের উচ্চতা ৫৫ ফুট। মিনার ও গম্বুজগুলোর সম্মিলিত প্রস্থ ৫১৬ ফুট।
ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানের পশ্চিম দিকে অবস্থিত এই ঈদগাহে প্রত্যেকটি গম্বুজ ২০ ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছে এবং গেট দুটির উচ্চতা ৩০ ফুট। প্রতিটি গম্বুজে বৈদ্যুতিক বাতির সংযোগ দেওয়া হয়েছে, যা ঈদের রাতকে আরও আলোকিত করে তোলে।
বিভিন্ন সূত্র মতে, এতদিন দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হতো কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে। তবে দিনাজপুরের ৫২ গম্বুজের গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জামাত শোলাকিয়াকে ছাড়িয়ে গেছে, যা দেশের বৃহত্তম ঈদ জামাত হিসেবে স্বীকৃতি পেয়েছে।