Ridge Bangla

শাকিব খানকে নিয়ে ফেসবুকে সরব বুবলি

ঢালিউড সুপারস্টার নাম্বার ওয়ান শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা নিয়ে এবার ঈদে দর্শকদের আগ্রহের কমতি নেই। সহিংসতার অভিযোগ তুলে চলচ্চিত্র বোর্ড কিছু দৃশ্য সংশোধনের নির্দেশ দেয়। ফলে সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয় এক নতুন জটিলতা। কর্তৃপক্ষ সংশোধনের নির্দেশ দিলে শাকিব খানের ভক্তরা তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং মানববন্ধন করে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মইন উদ্দিন গণমাধ্যমকে নিশ্চিত করেন যে সংশোধনের পরেই ‘বরবাদ’ মুক্তি পাবে। এদিকে শাকিব খানের ভক্তরা আনকাট মুক্তির দাবি জানায়। ‘বরবাদ’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়, আর প্রযোজনায় রয়েছেন শাহরিন আক্তার সুমি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়া সিনেমায় আছেন মিশা সওদাগর, যীশু, শহিদুজ্জামান সেলিম ও মামুনুর রশীদসহ আরও অনেকে।

ওদিকে ‘বরবাদ’ নিয়ে জটিলতার অবসান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বুবলী। মঙ্গলবার নিজের ফেসবুক একাউন্টে তিনি লিখেছেন, “একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে, থাকে প্রযোজক, নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম। সেই স্বপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয় যখন বড় পর্দায় একটু একটু করে বহুদিন ধরে একরাশ আশা নিয়ে তৈরি করা সিনেমাটা সবাই দেখতে পায়! আমরা ঈদের সিনেমা ‘জংলি’ যেমন দর্শকদের দেখাতে চাই, তেমনি ‘বরবাদ’, ‘দাগি’, ‘জ্বীন’, ‘চক্কর’সহ ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমা চাই দর্শক দেখতে পাক।’’

সবশেষে বুবলী লিখেছেন, ‘‘আশা করছি ‘বরবাদ’ সিনেমা নিয়ে সকল জটিলতার সুন্দর সমাধান হবে এবং যেভাবে ‘বরবাদ’ টিম তাদের সিনেমাটি সবাইকে দেখাতে চেয়েছে সেভাবেই দেখতে পাব।’’

শবনম বুবলি তার সন্তানের বাবা হিসেবে শাকিব খানকে বিচ্ছেদের পরও এখনো যথেষ্ট সম্মান করছেন। ইতিপূর্বে শাকিব খানের নানা সংকটে তার প্রাক্তন স্ত্রী বুবলিকে পাশে দাঁড়াতে দেখা গেছে। এবারও আসন্ন ঈদে শাকিব খানের সিনেমা মুক্তি সংক্রান্ত জটিলতায় পড়লে ফেসবুকে পোস্ট করে নিজের অবস্থান তুলে ধরেছেন। বরবাদের এই জটিলতায় বুবলী সরব হলেও নিশ্চুপ আরেক প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। বুবলী ছাড়াও বরবাদের পাশে দাঁড়িয়েছেন সিয়াম আহমেদ, ইমরান মাহমুদুলসহ অনেকে।

আরো পড়ুন