ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। কয়েকদিন আগে তার ফেসবুক পোস্টে রাকিবুল হাসান নামে এক যুবক আপত্তিকর মন্তব্য করেন, যা অভিনেত্রীর নজরে আসে। তিনি কমেন্টের স্ক্রিনশট এবং প্রোফাইলের ছবি দিয়ে ফেসবুকে বিষয়টি পোস্ট করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়। শবনম ফারিয়া রাকিবুল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এর পরিপ্রেক্ষিতে বেসরকারি প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশন তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তে সত্যতা মেলায় অভিযুক্ত রাকিবুলকে চাকরিচ্যুত করেছে প্রতিষ্ঠানটি। গতকাল সন্ধ্যায় প্রতিষ্ঠানটি শবনম ফারিয়াকে ইমেইলের মাধ্যমে নিশ্চিত করে এ ব্যাপারে। ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নেটিজেনদের নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। তিনি লিখেছেন, “আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তাঁরা খুবই সিরিয়াসলি নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।”

এর আগে শবনম ফারিয়ার ওই পোস্ট ছড়িয়ে পড়ে ফেসবুকে। সেখানে আপত্তিকর মন্তব্য করা ওই যুবকের সমালোচনা করেছেন সবাই। একইসঙ্গে অনেকেই ওই যুবককে আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান। সেই পোস্টে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি লিখেছিলেন, “এ দেশের ৯৫% মানুষ অভিনেত্রী বা মিডিয়ায় কাজ করা নারীদের বেশ্যা মনে করে!” অনেকেই সেই যুবকের কড়া সমালোচনা করেছেন। এ ঘটনায় আপত্তিকর মন্তব্যকারী যুবকের বিচারেরও দাবি জানিয়েছিলেন নেটিজেনরা।