Ridge Bangla

রাজশাহীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত, আহত ৪

রাজশাহীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত, আহত ৪

রাজশাহীর হরিপুর মোড়ে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুসহ আরও চারজন। শনিবার (৫ এপ্রিল) দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শারমিন আক্তার (২৫)। তিনি গোদাগাড়ী উপজেলার হুজরাপুর এলাকার বাসিন্দা শামীম হোসেনের মেয়ে। জানা গেছে, নিহত ও আহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। বাসটি ঘটনাস্থলেই ফেলে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং বাসচালক ও সহকারীকে আটকের জন্য অভিযান চলছে।

আরো পড়ুন