Ridge Bangla

যে আওয়ামী নেতাদের ঈদ এবার জেলখানায়

যে আওয়ামী নেতাদের ঈদ এবার জেলখানায়

জনপ্রিয় বাংলা গানের দুটি লাইন এমন-

এ কূল ভাঙে, ও কূল গড়ে, এই তো নদীর খেলা, এই তো বিধির খেলা।
সকাল বেলার আমির, রে ভাই ফকির, সন্ধ্যাবেলা॥

গত ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের পর এই গান বাস্তব হয়ে ধরা দিয়েছে অনেক আওয়ামী নেতার জীবনে। কাউয়া কাদেরখ্যাত ওবায়দুল কাদের আত্মগোপনে থাকলেও আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতাকর্মী এখন জেলখানায়। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের তাণ্ডব এবং তাদের নেতাকর্মীদের দাপট হঠাৎ করেই থেমে গেছে।

রাজকীয় বাসভবন এবং গুলশান-বনানীর অভিজাত এলাকাগুলোয় যাদের ঈদ ছিল গত বছর, এবার তাদের বেশিরভাগই পলাতক অথবা কারাগারে। গত বছরের ঈদে যেসব নেতাকর্মী ফ্যাসিবাদের আইকন শেখ হাসিনার সাথে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেছিলেন, দুর্ভাগ্যবশত এবার তাদের অনেকের ঠাঁই হয়েছে জেলখানায়।

আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীদের মধ্যে অন্যতম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তাকে এখন কাশিমপুর কারাগারে থাকতে হচ্ছে।

সালমান এফ রহমান
সালমান এফ রহমান

শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে সাবেক মন্ত্রী আনিসুল হক এবং আব্দুর রাজ্জাকও এখন জেলখানায়। তাদের বাইরে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারসহ আরও অনেকেই এখন জেলখানায়।

সাবেক মন্ত্রী আনিসুল হক

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের পাশাপাশি দলদাস আমলাদেরও অনেকে এখন জেলখানায় রয়েছেন। সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, সাবেক আইজিপি শহিদুল হক, এবং পুলিশ বিভাগের ১৭ জন সাবেক প্রভাবশালী কর্মকর্তার এবারের ঈদ হচ্ছে জেলখানায়।

আরো পড়ুন