Ridge Bangla

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

মেহেরপুর শহরের উপকণ্ঠে আহমদ আলী টেকনিক্যাল কলেজের সামনে জিপগাড়ি ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন আল ইমরান, আখতারুজ্জামান এবং শিশু জুবায়ের হোসেন। নিহত আখতারুজ্জামান ও আল ইমরান বন্ধু ছিলেন। তারা একই মোটরসাইকেলে আমঝুপির দিকে যাচ্ছিলেন। আল ইমরান মেহেরপুর সদর উপজেলার বাড়ি বাঁকা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। জুবায়ের হোসেন গাংনী উপজেলার ধানখোলা গ্রামের আলী হাসানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সাজ্জাদ হোসেন পলাশ নামের একজন ব্যক্তি একটি জিপগাড়ি চালিয়ে মেহেরপুর শহরের দিকে আসছিলেন। একই সময়ে আলী আহসান নামে একজন তার পরিবারের সদস্যদের নিয়ে একটি ভ্যানে করে আমঝুপির দিকে যাচ্ছিলেন।

আহমদ আলী টেকনিক্যাল কলেজের সামনে পৌঁছালে জিপগাড়িটি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালকসহ যাত্রীরা রাস্তার পাশে ছিটকে পড়েন। এ সময় একই পথে আসা আখতারুজ্জামান ও আল ইমরান মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে পৌঁছালে, জিপটি তাদের মোটরসাইকেলকেও ধাক্কা দেয়। এতে তারা ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। দুর্ঘটনার তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।

আরো পড়ুন