মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে ১৫ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ঘরবাড়ির নিচে চাপা পড়া মানুষের খোঁজ মেলেনি এখনও। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে অনেক এলাকায়। শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৬৪৪ জন নিহত এবং ৩ হাজার ৪০৮ জন আহত হয়েছেন। যুদ্ধকবলিত দেশটির সামরিক শাসকরা শনিবার কয়েক’শ বিদেশি উদ্ধারকর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দিয়েছে।
মিয়ানমারের এই দুর্দিনে প্রতিবেশী হিসেবে হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে জরুরি ভিত্তিতে মিয়ানমারে ১৬ দশমিক ৫ টন ওষুধ, তাঁবু এবং ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন ও পরিকল্পনা) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমীন গত রোববার (৩০ মার্চ) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।