Ridge Bangla

ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে একই পরিবারের চারজন নিহত

ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে একই পরিবারের চারজন নিহত

ময়মনসিংহ শহর থেকে অটোরিকশাযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন ৯০ বছর বয়সী কুলছুমা বেগম। গৌরীপুর রোডে অটোরিকশায় তার সঙ্গে ছিলেন মেয়ে, জামাইসহ আরও চার নাতনি। পথে গৌরীপুর উপজেলার চন্দ্রপুর ও সদর উপজেলার সাহেব কাচারীর মধ্যবর্তী ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে হঠাৎ পেছন থেকে একটি দ্রুতগতির বাস অটোরিকশাটিকে চাপা দেয়।

গত রোববার (৩০ মার্চ) সকাল ৭টার দিকে গৌরীপুর উপজেলার চন্দ্রপাড়া ও সদর উপজেলার সাহেব কাচারী-সংলগ্ন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে মা, মেয়ে ও দুই নাতনিসহ এক পরিবারের চারজন নিহত হন। এ ঘটনায় আহত মিহী (১৬) ও শ্যামলী (২০) নামের আরও দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনজনদের হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিহতদের স্বজনরা।

আরো পড়ুন