অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে বাংলাদেশ পেয়েছে ২১০ কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি। এর মধ্যে চীনের ৩০টি কোম্পানি সরাসরি বাংলাদেশে ১০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
চার দিনের সফরে বুধবার চীনে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। সফরের তৃতীয় দিন শুক্রবার তিনি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি অংশ নেন চীনা ব্যবসায়ীদের সঙ্গে বিনিয়োগ সংলাপে। সেখানে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহের আশ্বাস পাওয়া যায়।
এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তির আওতায় জলবিদ্যুৎ, নদী খনন, বন্যা মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পানিসম্পদ উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই বিনিয়োগ এবং সহযোগিতা বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে বড় অবদান রাখবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।