ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধ নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন দুই নারীসহ আরও তিনজন। তাদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, আর আহত দুই নারীকে ফরিদপুর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
গত রোববার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর সদরের গঙ্গাবর্দী এলাকার রয়েল ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। ঢাকা-খুলনা মহাসড়কে একটি মাইক্রোবাস ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মুজিবুর রহমান (৮৫)। তিনি ফরিদপুর সদরের কবিরপুর এলাকার বাসিন্দা। হতাহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত দুই নারী হলেন ফরিদপুর সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকার বাসিন্দা আব্দুল গনির স্ত্রী রোকসানা আক্তার (৪০) ও একই এলাকার লুৎফর রহমানের স্ত্রী মুন্নি আক্তার (২৭)।