ঈদের দিন সোমবার (৩১ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুরে বাড়ির সামনের রাস্তায় হাঁটছিলেন মালেক ব্যাপারী (৮০) নামে এক বৃদ্ধ। হঠাৎ পিছন থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
ধাক্কায় মালেক ব্যাপারীর মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি রাস্তায় পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ছয় তলার ক্যাজুয়ালটি সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।